ত্রিপুরায় বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক 

fec-image

ভারতের দক্ষিণ ত্রিপুরার সা্ব্রুমে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের এক সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ জানুয়ারি) রামগড় সীমান্তের ওপারে ত্রিপুরার সাব্রুম মহকুমা সদরে নগর পঞ্চায়েত ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সীমান্তের ওপারের বিভিন্ন সূত্রে জানাযায়, বৈঠকের প্রথমার্ধে রামগড়-সাব্রুম সীমান্তে ফেনী নদীর উপর ভারত‘র নির্মাণাধীন মৈত্রী সেতু-১ এর চলমান কাজ নিয়ে আলোচনা হয়। ভারতের পক্ষ থেকে মৈত্রী সেতুর বাংলাদেশ অংশে এপ্রোচ সড়ক নির্মাণের কাজ শুরুর ব্যাপারে বিজিবি’র সার্বিক সহযোগিতা চাওয়া হয়। সেতু নির্মাণ কাজের প্রকল্প ম্যানেজার রাংগুরাজ সিং ও প্রকৌশলী মতিউর রহমান এ সহযোগিতা চান।

বৈঠকের দ্বিতীয় পর্বে বিএসএফের তরফ থেকে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে বিজিবির সহযোগিতা চাওয়া হয়। এছড়া চোরাচালান, অবৈধ পারাপারসহ বিভিন্ন সীমান্ত অপরাধদমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে দুপক্ষই গুরুত্বারোপ করে আলোচনা করেন।

বাংলাদেশের পক্ষে গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান, পিএসসি, জি নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহেমদ। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রামগড়স্ত ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. তারিকুল হাকিমসহ মাটিরাঙ্গার যামিনিপাড়াস্থ ২৩ বিজিবি, পলাশপুরের ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতু হয়ে বিজিবি প্রতিনিধিদল ভারতে প্রবেশ করলে ওপারে বিএসএফের কমকর্তারা তাঁদের স্বাগত জানান। বৈঠক শেষে মঙ্গলবার রাত পৌঁনে ৮ টার দিকে বিজিবি প্রতিনিধিদল বাংলাদেশে ফিরে আসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন