parbattanews

ত্রিপুরায় সহকারী হাইকমিশনার পদে যোগ দিলেন কিরীটি চাকমা

নিজস্ব প্রতিনিধি:

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে সহকারী হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন কিরীটি চাকমা। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সহকারী হাইকমিশনার হিসেবে কাজে যোগ দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর হাইকমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেনসহ ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

কিরীটি চাকমা রাজ্যের গণমাধ্যমকে বলেন, ভারত তথা উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসাম; যেখানে বাংলা ভাষা প্রধান এবং দাপ্তরিক। বাংলা ভাষাভাষী মানুষের আদিবাস ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মীয়তা যুগ যুগান্তর। দুদেশের মানুষদের মধ্যে চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। এই মেলবন্ধন ঐতিহাসিক।

কিরীটি চাকমা বলেন, রাজ্যে এসে মনে হচ্ছে নিজ দেশে রয়েছি। এই রাজ্যের মানুষদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে।

তিনি বলেন, ত্রিপুরা ও বাংলাদেশের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চেষ্টাই করব।

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সহকারী হাইকমিশনার মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনের পদোন্নতি হওয়ায় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন।

Exit mobile version