parbattanews

ত্রিপুরা সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বিএসএফ জওয়ান নিহত

ছবি: নিহত বিএসএফ জওয়ান সুবেদার গিরজেশ কুমার উড্ডে

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাছে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুক-লড়াইয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান সুবেদার গিরজেশ কুমার উড্ডে নিহত হয়েছে।

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় আনন্দবাজার পুলিশ স্টেশনের আওতাধীন আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় আনন্দবাজার পুলিশ স্টেশনের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তের কাছে ত্রিপুরা-মিজোরাম আন্তঃসীমান্তের প্রত্যন্ত এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ওই ভারতীয় জওয়ান গুলিতে আহত হয়ে পরে মারা যায়। এই জওয়ান বিএসএফের ১৩৫ ব্যাটেলিয়নের অধীনে আনন্দবাজার থানার সিমানাপুরে মোতায়েন ছিল।

পুলিশের পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) সন্দেহভাজন সদস্যদের ছোড়া চারটি গুলি ওই জওয়ানের দেহে বিদ্ধ হয়।

এর আগে গত বছর ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তের কাছে এনএলএফটির বিচ্ছিন্নতাবাদীদের চোরাগোপ্তা হামলায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) টহল দলের দুই জওয়ান নিহত হয়েছিল। সূত্র : আনন্দবাজার

Exit mobile version