parbattanews

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, খাগড়াছড়ি সদর কলেজ শাখা’র উদ্যোগে ২০২২ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা সদরের খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর কলেজ শাখার সভাপতি দীপিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল‍্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।

এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম খাগড়াছড়ি সদর কলেজ শাখা’র সাধারণ সম্পাদক হিকোময় ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ, খাগড়াছড়ি সদর কলেজ শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব নীলমনি ত্রিপুরা। এতে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন টিএসএফ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কজিতা ত্রিপুরা।

সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিসহ সংগঠনের নেতারা।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক সঞ্জয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন ও সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক, সংগঠনের বিভিন্ন শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version