থাইল্যান্ড কারাগারে বন্দী ৮ বাংলাদেশীর মানবেতর জীবনযাপন

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

ভাগ্য পরিবর্তনের আশায় স্বপ্নের মালয়েশিয়া যেতে গিয়ে থাইল্যান্ডের নৌ-বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে বন্দী মোঃ ফারুক হোসেন (২৪)। পরিবারের একমাত্র উপার্জন কর্তাকে হারিয়ে মোঃ ফারুক হোসেনের স্ত্রী রোজিনা আকতার ৫ বছরের মেয়ে আকলিমা ও ৩ বছরের ছেলেকে মিজানুর রহমানকে নিয়ে সংসারে দূঃখের অন্ত নেই। বর্তমানে ছেলে-মেয়েদের নিয়ে তার ঠাঁই গরীব পিতার বাড়ীতে। অভাব-অনটন তাদের সংসারে এখন নিত্যসঙ্গী। স্বপ্নের মালয়েশিয়া গিয়ে বেশি টাকা উপার্জনের আশায় দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্র পথে যাত্রাকালে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার আগেই ভাগ্য জুটল থাইল্যান্ড কারাগার। সেখানে বন্দী অবস্থায় সাড়ে ছয় মাস কেটে গেল রোজিনার স্বামী ফারুকের।

রোজিনা জানিয়েছেন, তার স্বামী ফারুক থাইল্যান্ড কারাগারে অত্যন্ত কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছে। কিভাবে তার স্বামীকে থাইল্যান্ড কারাগার থেকে দেশে ফেরত আনতে হয় সে উপায়ও তার জানা নেই। এভাবে দালালের খপ্পরে পড়ে, বেশী টাকা উপার্জনের আশায় এবং অভাব অনটনসহ কষ্টের জীবন থেকে সূখী সংসার গড়তে অনেক মায়ের সন্তান অল্প খরছে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে মৃত্যুও হয়েছে। অনেকে বিভিন্ন দেশের নৌ-বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে মানবেতর জীবন যাপন করছে।

ফারুকের মত থাইল্যান্ডের কারাগারে আরো ৭ বাংলাদেশী নাগরিক সাড়ে ৬ মাস যাবৎ কারা বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। এরা সকলে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল। তাদেরকে সেদেশের নৌ-বাহিনী সাগর থেকে ভাসমান অবস্থায় ট্রলার ভর্তি প্রায় ১৮০ জনকে আটক করে। বর্তমানে থাইল্যান্ডে আটক বন্দীদের মধ্যে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী গ্রামের আকবর আলী বিশ্বাসের পুত্র মোঃ ফারুক হোসেন (২৪), বাহারছড়া ইউনিয়নের দক্ষিন শীলখালী চৌকিদার পাড়ার আবদুল গফুরের ছেলে আবদুল মোনাফ (৩৩), আমির আহমদের ছেলে মঈন উদ্দীন(২৫) বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের আমির হোছনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), দক্ষিন লম্বীরর জালাল উদ্দীনের ছেলে মোহাম্মদ হারুন (২৬), হাফিজুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (৩১), সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার জাফর আহমদের পুত্র ইব্রাহীম (২৫), টেকনাফ কেরুনতলীর আকবর আলী বিশ্বাসের ছেলে মোঃ ফারুক হোসেন ও চকরিয়া পৌরসভা বিনামারা এলাকার মোঃ শফির ছেলে কফিল উদ্দীন (২৯)।

জানা গেছে, গত ৭ জানুয়ারী দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সমদুপথে ট্রলার করে মালয়েশিয়া যাত্রা করছিল। সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন পর্যন্ত সাগরে ভাসমান অবস্থায় থাইল্যান্ডের নৌ-বাহিনীর হাতে ধরা পড়ে। ওই ট্রলারে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছে বলে জানান থাইল্যান্ডের কারাগার থেকে মঈন উদ্দীন। বর্তমানে থাইল্যান্ডের কারাগারে মানবেতর জীবন যাপন করছে তারা। এদিকে থাইল্যান্ডের কারাগারে বন্দীদের পরিবার গুলো আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন