parbattanews

থানচিতে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ও মারমাদের ওয়াছো উৎসব উপলক্ষে থানচি উপজেলার ৪টি ইউনিয়নে ২ হাজার অসহায় হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) থানচি সদর ইউনিয়নের থাানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুস্থ ও দরিদ্রের মাঝে বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে এ চাল বিতরণ শুরু করা হয়।

এ সময় জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, অংবাহাদুর ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী জানান, ‘পবিত্র ঈদুল আজহার আগের দিন এ চাল বিতরণের কথা ছিল। কিন্তু জেলা পরিষদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাজে চেয়ারম্যান মহোদয়ের সাথে ব্যস্ত ছিলাম, তাই বিলম্ব হয়েছে। মারমাদের ওয়াছো উৎসব শেষে এ চাল অন্যান্য স্থানের বিতরণ করা হবে।’

Exit mobile version