parbattanews

থানচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

থানচি প্রতিনিধি:

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নে যাত্রা, বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে উপজেলা নারী উন্নয়ন ফোরামে নারী সদস্যদের  অংশগ্রহণ ছাড়ায় এনজিও সংস্থা কর্মরত নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় থানচিতে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তাদের যৌথভাবে নানা আয়োজন করেন।

এতে  জাতীয় এনজিও সংস্থা হেলেন কেয়ার’র কর্মরত নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবার সকাল ১১টায় থানচি উপজেলা পরিষদ জনসেবা কেন্দ্রে ( গোল ঘর) র‌্যালি  ঘুরে  একই গোল ঘরে আলোচনা সভার সভাপতিত্ব করেন, থানচি থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি  এসআই  হরি গোপাল শিংহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিজাম উদ্দিন, এএসআই  মোহাম্মদ ইউছুপ, জাতীয় এনজিও সংস্থা হেলেন কেয়ার  প্রকল্প কো-অর্ডিনেটর উমেচিং মারমা, মনিটরিং অফিসার নিবারণ চাকমা, আ’লীগের ইউপি সাধারণ সম্পাদক জয়না আবেদীন প্রমুখ।

সভা শেষে জাতীয় এনজিও সংস্থা হেলেন কেয়ার অর্থায়নে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Exit mobile version