parbattanews

থানচিতে কৃষকদের প্রশিক্ষণের নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ

থানচি প্রতিনিধি:

থানচিতে প্রান্তিক কৃষকদের হাতে প্রশিক্ষণের নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দিলেন কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০১৭-১৮ সালে রবি মৌসুমে বাস্তবায়নকৃত ৬টি কৃষক মাঠ স্কুলের দেড় শতাধিক প্রশিক্ষণার্থীকে সাটিফিকেট ও ৯৮০ টাকা করে বিতরণ করা হয়।

এই উপলক্ষে মঙ্গলবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভায় কৃষি অফিসার সুদর্শণ সিকদার সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ)।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহিরা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, তিন্দু ইউপি সাবেক মহিলা সদস্যা ইছামতি ত্রিপুরা প্রমুখ।

কৃষি বিভাগের উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপসহকারি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত, শৈক্যনু মারমা, বিপ্লব মারমা, অমরজিদ দেব, চৌধুরী শুভ বড়ুয়া ও মাঠ স্কুলের শিক্ষার্থী এন্দ্রিয় ত্রিপুরা, যোগ্য চন্দ্র ত্রিপুরা, রোনাজন ত্রিপুরা খেঅংপ্রু মারমা প্রমূখ।

Exit mobile version