parbattanews

থানচিতে কৃষি প্রণোদনা পেলেন ৮২ জন কৃষক

‘অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান’ প্রধানমন্ত্রী এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে থানচি উপজেলায় ৪টি ইউনিয়নের ৮২ জন কৃষককে বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদে প্রাঙ্গণে এই কৃষি প্রণোদনা দেওয়া হয়।

কৃষি প্রণোদন হিসেবে ১৬ প্রকারের বিভিন্ন শাক সবজি বীজের প্যাকেট, ২৫ কেজি জৈবসার, বীজ রাখা পাত্র ১টি করে, ঝাঁঝরি, ফসল রক্ষার্থে জমি ঘেরার প্রয়োজনীয় নেট, ৬ প্রকারের ফল গাছের চারা দেওয়া হয়।

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) মো. সাজ্জাদ জাহিদ রাতুল কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মুজাহিদ হোসেন, কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত। এছাড়াও কৃষি বিভাগের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক কিষাণী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version