parbattanews

থানচিতে চিন্বুক ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

IMG_2602

থানচি প্রতিনিধি:

থানচিতে চিন্বুক ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় বলিপাড়া ইউনিয়ন পরিষদে সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

চিন্বুক ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যদের স্বতষ্ফুর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে প্রথম বার্ষিক সাধারণ সভা চিন্বুক ক্রেডিট ইউনিয়নের সভাপতি যোশেয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৬৪নং কেঙ্গু মৌজার হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ মারমা। এছাড়া থানচি উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মংবোওয়াংচিং মারমা, কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচী কর্মকর্তা (ডিআইপি) আলেকজান্ডার ত্রিপুরা, জুনিয়র প্রোগ্রাম অফিসার (ক্রেডিট) ক্যনুমং মারমা, রুমা উপজেলা সিডিও রিপন চাকমা, সুশিল সমাজের নেতা বাদুরাম ত্রিপুরা প্রমূক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভা শেষে চিন্বুক ক্রেডিট ইউনিয়নের নির্বাহী সদস্য যোতি ত্রিপুরা সঞ্চালনের সভায় ১৫ জন সদস্য পরিবারকে স্যানিটেশনের আওতায় আনার লক্ষ্যে স্যানিটেশন উপকরণ বিতরণ করা হয় ।

উল্লেখ্য, রুমা উপজেলা ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস সম্মিনিত সমাজ উন্নয়ন (আইসিডিপি) প্রকল্পের সহযোগিতায় ২০০২ সাল থেকে গ্যালেঙ্গ্যা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য যোশেয়া ত্রিপুরা নেতৃত্বে একটি সামাজিক সংগঠন গঠিত হয়। দীর্ঘ ১৪ বছর পর তাদের ৮শত জন সদস্য সংখ্যা দাড়িয়েছে। যোশেয়া ত্রিপুরা অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানের প্রায় ৩৫ লক্ষাধিক টাকা সঞ্চয় জমানো পর তাদের চিন্বুক ক্রেডিট ইউনিয়নে পরিণত হয়েছে।

Exit mobile version