parbattanews

থানচিতে চাঁদের গাড়ির ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত

বান্দরবানের থানচি উপজেলা সদরে প্রশাসনের গোলঘর চত্বরে চাঁদের গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার পা পিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে থানচি সদর বাজারে প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।

আহত বৃদ্ধাকে উন্নত চিকিৎসা বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হলেন, ৩ নং থানচি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাক্কু পাড়ার বাসিন্দা খ্রিখেন ম্রো (৫৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাসে বান্দরবান থেকে নিজ বাড়ি উদ্দেশ্যে ফিরছিলেন। বিকাল ৫টার দিকে থানচি বাজারের প্রবেশ মুখে বাসটি থেমে যাত্রী নামাচ্ছিল। এসময় বৃদ্ধা খ্রিখেন ম্রো বাস থেকে নামা মাত্রই উক্তর মেরু থেকে একটি চাঁদের গাড়ি দ্রুতগতিতে এসে বৃদ্ধা পায়ের উপর উঠে যায়। এসময় চাঁদের গাড়ির চাকাতে বৃদ্ধার পা পিষ্ট হয়ে যায়। পরে তাকে চাঁন্দের গাড়ির চালক জহিরুল ইসলামসহ স্থানীয়দের সহযোগিতায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিৎকিসক ডা. মিহেরাব আল রহমান (আরএমও) বলেন, আহত ব্যক্তির পায়ের আঘাত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা প্রয়োজনের জরুরি জেলা সদরে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, চাঁদের গাড়ি ও চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version