parbattanews

থানচিতে চাঁদের গাড়ি উল্টে চালকসহ পাঁচজন আহত

বান্দরবানের থানচিতে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে উল্টে চালকসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে থানচি লিটক্রে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহত চালক শিবু দাস (৩৫) বান্দরবান জেলা সদর এলাকা বাগমারা পাড়া বাসিন্দা মিলন দাসের ছেলে বলে জানা যায়।

সূত্রে জানা যায়, চারজন যাত্রীসহ কলা বোঝাই চাঁদের গাড়ি থানচি লিটক্রে সড়কের ৫ কিলোমিটার তমাতুঙ্গি কাছাকাছি স্থানে পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে গভীর খাদে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত চারজন যাত্রীকে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। কিন্তু গাড়িটি চালক গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) স্থানান্তরর করা হয়েছে।

থানচি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান কাদের জানান, বেলা তিনটা দিকে মুমূর্ষু অবস্থা গাড়ি চালক শিবু দাশকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বান্দরবান পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন্দাদুল হক জানান, আজ বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চালানো এবং চাঁদে গাড়িগুলো লক্কর ঝক্কর হওয়ায় বেশিভাগ সময় এমন দুর্ঘটনা ঘটে থাকে। সুতরাং দুর্ঘটনা এড়াতে শীঘ্রই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version