parbattanews

থানচিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সনদ ও পুরস্কার বিতরণ

বান্দরবানে থানচি উপজেলা বলিবাজার বে- সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কান প্রতিযোগিতার আয়োজন করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৩৮।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা বলিবাজার বে-সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পূর্ণ হয়।

চিত্রাঙ্কান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র, জাতীর জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা, জাতীয় চার নেতা ও ইতিহাস ঐতিহ্যের ছবি একেঁ নিজেদের প্রতিভার বিকাশ ঘটান। চিত্রাঙ্কান প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেন থানচি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বলিবাজার উচ্চ বিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জুনিয়র স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যচুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্ত অংশ নেন।

অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার শরীফ-উল-আলম (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘দেশ এখন উন্ননিতর শিখরে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস, মাদক চোরাচালান, আইনশৃঙ্খলা রক্ষা, দেশের মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের যথার্থ জ্ঞান অর্জন করার প্রয়োজন। সেজন্য শিক্ষার্থীদের খেলাধুলা, কবিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বিবরণ সম্পর্কে জানা একটি গুরুত্ব বিষয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৩৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, প্রধান সহকারী মো. দেলোয়ার হোসেন, জোন এনসিও শেখ মুরা হোসেন, বলিবাজার বে- সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা,বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উয়ইনু মারমা প্রমুখ ।

Exit mobile version