থানচিতে জেএসসির প্রথম পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

img_1454-copy

থানছি প্রতিনিধি:

কঠোর নিরাপত্তা বেষ্টনিতে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের  স্বত:র্ষ্ফুত অংশগ্রহনের মধ্য দিয়ে  থানছি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  জুনিয়র সাটিফিকেট পরীক্ষা (জেএসসি) ১ম দিন অনুষ্ঠিত হয়েছে ।

এতে থানছি সরকারি উচ্চ  বিদ্যালয়ের ৯৬ জন বলিপাড়া বাজার হাই স্কুলের ৮৯ জন সান ফ্রান্সিস জুনিয়র স্কুলের ৪৪ জনসহ  সর্বমোট ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে বাংলা ১ম পত্রে ২২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে  ছাত্র ১১৮ জন ও ছাত্রী ১০৫ জন  বলে জানা যায়। এছাড়া ৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান । সরকারী সময় সূচী অনুসারে পরীক্ষা গ্রহন করেছেন কর্তৃপক্ষ ।

পরীক্ষা শুরুর দিনের উপজেলা ভিজিলেন্স টিমের সদস্য ছাড়াও উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাংঙ্গীর আলম, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল সাত্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি  মানবতাবাদী মংবোওয়াং চিং মারমা,  প্রধান শিক্ষক নূর মোহাম্মদ পরীক্ষা কেন্দ্রের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ।

সকাল ১০টায়  পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা হলের চতুর দিকে আইন-শৃঙ্খলা বাহিনী জোরদার থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন