parbattanews

থানচিতে নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের শঙ্খ নদে ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় একজন নারীসহ তিনজন নিখোঁজ হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ১ নং রেমাক্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আদা ম্রো পাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমী (২১) এবং চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমী (৩০)।

প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে ছোট মদক অংলে খুমি পাড়া থেকে ৯ জন যাত্রী নিয়ে রেমাক্রী বাজারে যান। পরে কেনাকাটা শেষে বিকেলে বাড়ি ফেরার পথে শঙ্খ নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় নৌকায় মানুষ বেশি থাকায় হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগে। এতে নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছায়। বাকি তিনজন নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের থানচি ইউনিটের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে নৌকা ডুবির খবর পেয়েছি। তবে দুর্গম এলাকা হওয়ায় রাতে উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উদ্ধারের জন্য বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যাবেন বলেও জানান তিনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরফাত বলেন, স্থানীয়দের মাধ্যমে রাত ৮টা দিকে নৌকা ডুবে তিনজন নিখোঁজের খবর পেয়েছি। যেহেতু রাত হয়েছে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার প্রক্রিয়া জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেব।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবুল মনসুর বলেন, নৌকা ডুবির সংবাদটি পেয়েছি। ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বলা হয়েছে।। দুর্গম এলাকা তাই আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরের উদ্ধার অভিযান চালানো হবে।

Exit mobile version