parbattanews

থানচিতে বন্যা দুর্গতদের বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন

বান্দরবানের থানচিতে অসহায়, হত দরিদ্র, নারী মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য শক্তিশালী এবং সুরক্ষার প্রয়াসে বন্যা দুর্গত প্রান্তিক জনগোষ্ঠীদের বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বার) উপজেলা সদরে টিএন্ডটি পাড়া জামের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।

সেবা কার্যক্রমে থানচি সদর ইউনিয়নের প্রায় দেড় শতাধিক নর-নারী অংশ নেন।

এসময় সূর্য হাঁসি ক্লিনিকের ম্যানেজার সিমিয়ন বম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিহরাব আল রহমান (আরএমও), ইউএনএফপিএ ফিল্ড অফিসার তিমথী খিয়ান, এনজিও সংস্থা গ্রিন হিলের জেলার সমন্বয়কারী সীমা তংচঙ্গ্যা, তিন্দু ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ওম প্রকাশ সেন, স্বাস্থ্যকর্মী, সিনিয়র নার্স, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version