parbattanews

থানচিতে বাজারে গোলাগুলির শব্দ

বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বিজিবি’র ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে থানচি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বান্দরবানের থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৭০-৮০ জনের কেএনএফের একটি সশস্ত্র দল থানচি বাজার সংলগ্ন সোনালী ব্যাংকে আক্রমণের চেষ্টা চালায়। এসময় ব্যাংকের নিরাপত্তা কর্মী ও পুলিশের সাথে গোলাগুলি শুরু হয়। পরে পুলিশের সাথে বিজিবি সদস্যরাও যোগ দেয়। এসময় তিন পক্ষের মধ্যে প্রায় দুইঘণ্টা ব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি’র গুলির মুখে টিকতে না পেরে কুকি চিন সদস্যরা পিছু হাঁটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী।

প্রতিবেদন লেখা পর্যন্ত কোন প্রকার হতাহতের খবর পাওয়া না গেলেও চরম আতঙ্কে অনেকটাই গৃহবন্দির মত অব্স্থায় রয়েছেন স্থানীয়রা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন তিনিও বিষয়টি নিশ্চিত করেন

Exit mobile version