parbattanews

থানচিতে বিজিবির অবৈধ কাঠ আটক

হতজ

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার থানচিতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করেছে বিজিবি। ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং থানচি থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টহল দল মদক বিওপি হতে আনুমানিক ১২ কি:মি: দক্ষিণে, সীমান্ত থেকে ৪ কি: মি: দক্ষিণে বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াংঝিড়ি এবং মুরং পাড়ার মধ্যবর্তী স্থানে সাংগু নদীর ২ কিমি: পূর্বপাশে দূর্গম এলাকায় ১৯০ পিছ গর্জন ও কড়ই গাছের চেরাই কাঠ এবং ১৫-২০ টি বড় গাছের গুড়িসহ ১ জনকে আটক করে।

আটক আলী আকবর(৩৩) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মৃত আবদুস সাদেকের পুত্র।  পরবর্তীতে তল্লাসি চালিয়ে আটককৃত ব্যক্তির নিকট থেকে ১ সেট পোশাক, কাঠ কাটার সরঞ্জামাদি এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃত কাঠের পরিমাণ আনুমানিক ২০০০ ঘনফুট।

আটককৃত কাঠগুলো বহন করা সম্ভব নয় বিধায় আটককৃত স্থানে সুরক্ষিতভাবে রাখা হয়েছে এবং বন বিভাগকে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

গ্রেফতারকৃত ব্যক্তিসহ জব্দকৃত মালামাল থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version