parbattanews

থানচিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

থানচি প্রতিনিধি:

বান্দরবানে থানচিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২ দিনব্যাপী সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহসান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে অর্থায়ন ও সহযোগীতা উপজেলা প্রশাসনে আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে উপ-সহাকরী কর্মকর্তা ড. উম্মে শারমিন আক্তার, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সী, জুনিয়র টেকনিসিয়াম তপন চন্দ্র মল্লিক মো. বাবুল মিয়া, ল্যাব সহকারী এবিএম শাহাজালাল, এছাড়াও থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নূর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সেমিনারের অংশ গ্রহণ করেন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী।

Exit mobile version