parbattanews

থানচিতে বিভিন্ন আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

dsc00588-copy

থানচি প্রতিনিধি:

নারীদেরকে নারী হয়ে পুরুষের পাশাপাশি কাজ করতে হবে এবং সেটি সামজিকভাবে গনসচেতনতা বৃদ্ধি করার একান্ত প্রয়োজন। শুক্রবার সকাল ১০টায় থানচিতে বেগম রোকেয়া দিবস পালনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এ উপলক্ষে উপজেলা  মহিলা বিষয়ক অধিদপ্তর  ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে থানচিতে রচনা প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জনসেবা কেন্দ্রে  (গোলঘর)’র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলমে সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি, ইউএনও সহধর্মীনি ইষাদ মরিয়ম, মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  শাহদাৎ হোসেন, মহিলা বিষয়ক দপ্তরে অফিস সহকারী মোহাম্মদ ইমরান হোসেন, একটি খামার একটি বাড়ীর সমন্বয়ক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন ।

সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version