parbattanews

থানচিতে ভ্রম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

wood pic 1

থানচি প্রতিনিধি:

থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন ও থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নেতৃত্বে থানচি উপজেলা বাস স্টেশন সংলগ্ন সাংগু সেতুর নিচে ইউনিয়ন পরিষদ এলাকায় ভ্রম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠ সরকারি কোষাগারে জমা রয়েছে। এ ব্যাপারে পরে আইনানু ব্যবস্থা গ্রহণ করবেন বলে থানচি উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সূত্রে জানা গেছে।

গত রবিবার ও সোমবার ২ দিনব্যাপী ভ্রম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৩ হাজারেরও বেশি সেগুন, চাপালিশ, করই, গামারী, গুটগুট্যা গাছের গুড়িসহ চিরাইকৃত কাঠ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্থানীয় সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবৎ এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা বন বিভাগের সহযোগিতায় প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে জোত ব্যবসা নাম করে লক্ষ লক্ষ টাকার মূল্যবান কাঠ পাচার করে আসছে। তাইর আলোকে প্রশাসনে পক্ষ থেকে ভ্রম্যমাণ আদালত এই অভিযান চালায়।

Exit mobile version