parbattanews

থানচিতে মিয়ানমার নাগরিকসহ সন্দেহভাজন ৫ জন আটক

প্রতীকী ছবি

বান্দরবানের থানচি থেকে এক মিয়ানমার নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তাদের মধ্যে চারজন বাংলাদেশী উপজাতীয় নাগরিক।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দূর্গম পদ্মঝিরি এলাকা থেকে ৩৮বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটকৃতরা হলো মিয়ানমার নাগরিক তাচাই মারমা (২৫)। সে গত দুই মাস যাবৎ পদ্মঝিরি এলাকায় অবস্থান করছিল। এই মিয়ানমার নাগরিকের সাথে কোন সন্ত্রাসী গোষ্ঠির সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিজিবি। এছাড়াও আটকৃতদের মধ্যে চার বাংলাদেশী নাগরিক রয়েছে।

তারা হলো থানচি রেমাক্রি এলাকার মং মং লুই,(১৮), বড় মধক এলাকার লাল মতি ত্রিপুরা (২৩), নাইক্ষ্যংছড়ি উপজেলার অংমা চিং (৩০) ও অংক্রা মারমা (৩১)।

আটকের পর তাদের বলীপাড়া বিজিবি ব্যাটালিয়ান সদরে জিঙ্গাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এই বিষয়ে বিজিবির বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত বাংলাদেশী নাগরিকদের ছেড়ে দেওয়া হবে।

Exit mobile version