থানচিতে মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা

fec-image

“প্রোজেক্ট আলো, সুস্থ দেহ- সুস্থ মন, মানুষের তাগিদে মানুষের পাশে” শিরোনামে বান্দরবানে থানচিতে মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে ঔষধ চিকিৎসা সেবা পেল ৩শত হত দরিদ্র রোগী। ঢাকায় একটি সেবা প্রতিষ্ঠানের  অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন “শুনতে কি পাও” এর আয়োজনে বিজিবি ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোনে সার্বিক সহযোগীতায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা দেয়া হয় । বিজিবি পরিচালিত পারিজাত গার্ডেন ক্যাফে বলিপাড়া ইউনিয়ন ও তার আশেপাশে ৩শত
হত দরিদ্র পাহাড়ি বাঙ্গালি বিভিন্ন চিকিৎসা সেবা নেয়া হয়।

মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন, ৩৮-বিজিবি ব্যাটালিয়ান, বলিপাড়া জোন, অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সিগস, শুনতে কি পাও সংগঠনের সভাপতি, প্রান্তিক চৌধুরী, সম্পাদক পংকজ দেবনাথ, সিআরডিডি প্রতিষ্ঠানের জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ ও অথেনটিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন লিঃ এর চিকিৎসক ডাঃ শিরিন আক্তার, ডাঃ রবিঊল ইসলাম, ডাঃ
আব্দুলাহ আল নোমান, ডাঃ নিালাদ্রি কুন্ড, ডাঃ নূর জাহান, ডাঃ পায়েল নুসরাত, ডাঃ প্রিয়াংকা নওশীন, ডাঃ উৎপল সেন, ডাঃ মাহফুজ করিম, ডাঃ জুবাইদা গুলশান আরাসহ বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান “শুনতে কি পাও” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রদের দ্ধারা পরিচালিত। প্রতিষ্ঠানটি ঢাকা শহরে ২০১৩ সাল প্রতিষ্ঠিত। সংগঠনটি গরীব, অনাথ ও অসহায় বাচ্চাদের পড়া শুনা, চিকিৎসা ও স্বাবলম্বী গড়ে তোলার কাজ করে আসছিল। ২০১৮ সাল থেকে থানচিতে ৭ জন পাহাড়ি শিশুকে পড়াশুনা খরচ বহন করে তাদের দায়ভার নেয়া হয়েছিল। এই ৭ জনের
মধ্যে গতবছর তিন্দু ইউনিয়নের (থুইসা পাড়া) বর্তমানে নতুন পাড়া বাসিন্দা মংচ খিয়াং নামে এক ছাত্র থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসিতে গোন্ডেন নম্বার পেয়ে পাশ করেছিল।

“শুনতে কি পাও” সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে সামর্থ অনুয়ায়ী মাসিক চাঁন্দা সংগ্রহ, পড়াশুনার পাশাপাশি তারা কলম, টি-র্শাট, মৌসুমীয় আমসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে অর্জিত অর্থের সংগঠন পরিচালনা করেন বলে জানালেন প্রতিষ্ঠানের সভাপতি প্রান্তিক চৌধুরী । এই প্রতিষ্ঠানের বর্তমানে
সদস্য সংখ্যা ১০০ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বিজিবি, মেডিকেল ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন