parbattanews

থানচিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

বান্দরবানের থানচি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলোতে নেই দীর্ঘ লাইন বা জনসমাগম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ১২টার মধ্যে উপজেলা সদরে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। দুপুর ১২টায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, লাইনে অপেক্ষমান নেই কোনো ভোটার।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফয়সাল হুদা জানান, বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ৩৩ শতাংশ ভোটার ভোট দান করছেন।

তংক্ষ্যং পাড়া থেকে তিন কিলোমিটার দূরত্বে শাহজাহান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ কেন্দ্রে ভোট কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে কোনো ভোটার লক্ষ্য করা না গেলেও মিনিট দেড়েক পর পর একজন-দুইজন এসে ভোট দিয়ে চলে যেতে দেখা যায়।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, সকাল ৮ টা হতে ১২ টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট হয়ে গেছে।

বান্দরবানের থানচি উপজেলায় ১৪টি ভোট কেন্দ্রে নারী-পুরুষ ১৭ হাজার ৬৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বিঘ্নে ভোটারেরা ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত উপজেলা ১৪টি কেন্দ্রের ৪২ শতাংশ ভোট পড়েছে।

ভোট কেন্দ্রের পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, সরকারী বিধি মোতাবেক সুশৃঙ্খলভাবে অবাধ নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধ পরিকর প্রশাসন।

Exit mobile version