parbattanews

থানছিতে শিশু ও নারী উন্নয়ন কর্মশালা

থানছি প্রতিনিধি:

থানছি সদর ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বান্দরবান জেলা তথ্য অফিসার উষামং চৌধুরী সবাপতিত্ব করেন।

সভায় বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস এম ইকবাল হোসেইন প্রধান আলোচক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা প্রধান অতিথি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনে সভাপতি মানবতাবাদী মংবোওয়াংচিং মারমা, সাংবাদিক মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে সজাগ করতে হবে, জন্ম নিবন্ধন শতভাগ, স্যানিটেশান, পরিবেশ, মাদক মুক্ত উপজেলা গড়ার সংকল্পবদ্ধ, শিশু ও স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সমাজের সকল শ্রেণির লোকের গণসচেতনতা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে হবে।

Exit mobile version