parbattanews

থানচিতে সোলার প্যানেলের ত্রুটি থেকে অগ্নিকান্ড: সিংক্লাং ম্রো’র ঘর পুড়িয়ে ছাই


থানচি প্রতিনিধি :
থানচিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে এক আদিবাসী ঘর পুরে ছাই  হয়ে যায়। বৃহস্পতিবার রাত ১২টা অতিরিক্ত তাপমাত্রায় ও সোলার প্যানেলে ব্যাটারীতে অতিরিক্ত চার্জ এবং কন্ট্রোল প্যানেল ত্রুটি হওয়ার কারণে থানচি সদর ইউনিয়নের ৬ নংওয়ার্ড রইহিন ম্রো পাড়া সিংক্লাং ম্রো ঘর পুড়িয়ে ছাই হয়ে যায়।

সিংক্লাং ম্রো জানান, পাড়ায় একজন বৃদ্ধ মারা যাওয়ায় পরিবারের সকলের মৃতদেহ সৎকারে সারারাত ওই  বৃদ্ধার বাড়ীতে ছিল। রাত ১২টা দিকে বাড়ীতে আগুন দেখা যাওয়ার পর ছুটে গিয়েও আর নিবানো সম্ভব হয়নি। তার মজুত করার বাছরের খোরাক ধান-চাল ও অন্যান্য জিনিজপত্রসহ ৬ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

এই দিকে তৎক্ষনিকভাবে সদর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান মাংসার ম্রো, ৩৬২নং থানচি মৌজা হেডম্যান হ্লাফসু মারমা ও ৪, ৫, ৬ নং ওয়ার্ড মহিলা সদস্য নুচিংপ্রু মারমা সাড়ে ৫ হাজার টাকা নগদ ও প্রয়োজনীয় হাঁড়ি পাতিল ও অন্যান্য জিনিষ পত্র প্র্রদান করেছেন। এ সময় রইহিং পাড়া প্রধান মাংপুন কারবারী, ৬নং ওয়ার্ডের মেম্বার উথোয়াইপ্রু মারমা উপস্থিত ছিল।

Exit mobile version