parbattanews

থানচিতে হালনাগাদ নির্ভুল ভোটার ৩২১, বাদ পড়েছে ২৫০

 

থানচি প্রতিনিধি:

থানচিতে  সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরুপে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে উপজেলা সমন্বয় কমিটির এক সভা সোমবার (১১ সেপ্টেম্বর) ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবদুল শুকুর, অফিসার ইন্চার্জ  মোহাম্মদ আবদুর সাক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, মংপ্রুঅং মারমা, জিয়াঅং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন ।

সভায় উপজেলা নির্বাচন অফিসার আবদুর শুকুর সভাকে জানান , হালনাগাদ ভোটার তালিকা তথ্য সংগ্রহ ২৫ শে জুলাই শুরু করে ৯ আগস্ট সমাপ্তি ঘটে, সংগ্রহীত তথ্যনুসারে উপজেলা ৪টি ইউনিয়নের ৩২১ জন ভোটার নতুনভাবে তালিকা অর্ন্তভুক্ত হবে।

পূর্বে ভোটার থেকে মৃত ব্যক্তিদের বাদ পড়েছে ২৫০ জন, স্থানান্তর করেছে ৪৪ জন। সংগ্রহীত ভোটার তালিকানুসারে আগামি ২৮ সেপ্টেম্বর বলিপাড়া, ২৯ সেপ্টেম্বর তিন্দু, ৩০ সেপ্টেম্বর রেমাক্রী ও ১ অক্টোবর থানচি সদর ইউনিয়ন পরিষদ এলাকার পূর্ব নির্ধারিত ক্যাম্পে ছবি তোলা কার্যক্রম শুরু হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গির আলম জানান, আগামী ১৩ সেপ্টেম্বর সংগ্রহীত ভোটার তালিকানুসারে উপজেলা কমিটি এই সংক্রান্ত আবেদন ফরম যাচাই বাচাই করবে এবং সভায় কমিটি ব্যতীত আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দাসংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Exit mobile version