parbattanews

থানচিতে হেলিকপ্টার যোগে ত্রাণ সামগ্রী পৌঁছালেন প্রশাসন

বিশ্বব্যাপী মহামারী নোভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব ও পরিস্থিতির মোকাবেলায় গণসচেতনতা দেশের অঘোষিত হোম লকডাউনের গত ২৩দিন ধরে থাকায় কর্মহীন ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো অব্যাহত রেখেছেন প্রশাসন।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল ১০টায় ১নং রেমাক্রী ইউনিয়নের দুর্গম অ ল হিসেবে খ্যাত মায়ানমার সীমান্তবর্তী অবস্থানরত ৩ শত পরিবারের মাঝে হেলিকপ্টার মাধ্যমে ত্রাণ সামগ্রী (খাদ্য) পৌঁছিয়েছেন উপজেলা প্রশাসন ও বিজিবি।

হেলিকপ্টারর সহযোগিতা করেন ৩৮ ব্যাটারিয়ানের জোনাল কমাল্ডিং অফিসার মোহাম্মদ সানভীর হাসান মজুমদার।

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম ত্রাণ ভাণ্ডার হতে থানচি উপজেলা প্রশাসন সহযোগিতা এবং বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে উপজেলার ১নং রেমাক্রী ইউনিয়নের অবস্থানরত ৬ ও ৯ নং ওয়ার্ডে লিটক্রে, আন্দারমানিক, লাকপাই, ম্রংগং, ম্রংওয়া, ম্রংক্ষ্যং এলাকায় প্রায় ৩ শত পরিবারের মাঝে চাল ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

থানচি উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল বলেন, উপজেলা যোগাযোগ বিছিন্ন অ ল কারনে ঐ সব এলাকায় হেলিকপ্টার মাধ্যমে ত্রাণ সমাগ্রী পৌছানো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । জেলা প্রশাসক , বিজিবি, সেনাবহিনী আমাদের সহযোগিতা করেছেন।

Exit mobile version