parbattanews

থানচির গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়া ব্যবস্থা করলেন সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ

করোনাভাইরাস আতংকে পিছিয়ে নেই দূর্গম থানচি উপজেলাও। নিজ উপজেলাকে সুরক্ষিত করতে উপজেলা সদরের গুরুত্বর্পূণ স্থানে হাত ধোয়া ব্যবস্থা করেছেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় উপজেলার চার রাস্তার মোড়, উপজেলা সড়ক, বান্দরবান সড়ক, থানা সড়ক, বাজার সড়কের মুখে এবং স্কুলের সামনে রাস্তার পার্শে পথচারীদের জন্য সাবান দিয়ে এই হাত দোয়ার ব্যবস্থা নেওয়া হয়।

রবিবার(২৯ মার্চ) সকাল ১০টায় বাজারে চলাচলরত পথচারীদের জিবানু থেকে মুক্ত রাখতে হাত দোয়ার সাবান ও পানির ব্যাবস্থা করা হয়। এর পর জনসাধারণ নিজেদের সাবান দিয়ে হাত পরিস্কার করতে দেখা যায়।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন- করোনা থেকে মুক্ত রাখতে পরিষ্কার পরিচ্ছনতা বিষয়ে জনসাধারণকে সচেতনতা সৃষ্টির জন্য বিদ্যালয়ের উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় সাবান ও পানির ব্যাবস্থা করা হয়।

Exit mobile version