parbattanews

থানচির দূর্গম এলাকা থেকে অক্ষত ফিরেছে ১৬ পর্যটক

বান্দরবানে থানচি উপজেলার দূর্গম পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে আটকে পড়া ১৬ পর্যটক ফিরে এসেছে।

মঙ্গলবার (৯জুলাই) বিকাল ৫টার দিকে থানচি উপজেলা সদরে পৌঁছে। পরে তাদের একটি জিপ গাড়িতে করে জেলা সদরে পাঠানো হয়।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার মাঝেও বিরূপ আবহাওয়ার মাঝে ১৬ জন পর্যটক গত বুধবার থানচির জিন্নাপাড়া, আমিয়াকুম, সাতভাই এলাকায় বেড়াতে যায়। কিন্তু শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা ওইসব এলাকায় আটকে ছিল।

টিম লিডার ওমর ফারুক বললেন- প্রবল বর্ষা ও ভারী বর্ষণে অনেক কষ্ট হলেও নিরাপদে থানচি সদরে পৌঁছাতে পারলাম। আমরা ১৬ জনের একটি টিম বুধবার থানচি ত্যাগ করে জিন্না পাড়া, আমিয়া খুম সাতভাখুম ঘুরতে ঘুরতে বৃষ্টিতে আটকা পড়ি। মঙ্গলবার বিকাল ৫টায় অক্ষত অবস্থা পৌঁছালাম।

থানচি থানা অফিসার ইনচার্জ জোবাইরুল হক বলেন, আটকা পড়া ১৬ পর্যটক অক্ষত অবস্থায় পৌঁছেছে। তাদের বিকাল ৫টায় একটি জিপ ভাড়া করে বান্দরবান সদরে পাঠানো হয়েছে।

Exit mobile version