parbattanews

থানচি ভবন উদ্বোধন ও পর্যটন স্পট ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বান্দরবানের থানচি থানা ভবন উদ্বোধনের জন্য যাচ্ছেন বৃহস্পতিবার (১৫ অক্টোবর)।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে থানচি উপজেলায় পৌছবেন মন্ত্রী। পরে থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে উপজেলার সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী।

উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও সফরে মন্ত্রী থানচি, রেমাক্রিসহ কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখার কথা রয়েছে।

এদিকে মন্ত্রীর সফরকে কেন্দ্র করে থানচি উপজেলায় ১৪, ১৫ ও ১৬ অক্টোবর ৩দিনের জন্য পর্যটকদের যাতায়তে বারণ করেছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল জানান- মন্ত্রীর আগমনের কারণে থানচি উপজেলার নাফাঁখুম, তাজিংডং, তিন্দু রাজা পাথর, বংড, সাতভাই খুম, বাঘের মুখ, রেমাক্রী খাল মুখ ও আন্দারমানিক মুখ পর্যটন স্পটে স্বাভাবিক ভ্রমণের উপর নিষেধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর শেষে ১৭ই অক্টোবর যথারীতি ভ্রমন করা যাবে।

Exit mobile version