parbattanews

থানছিতে কারিতাস’র উদ্যোগে শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

unnamed

থানছি (বান্দরবান) প্রতিনিধি : 

বান্দরবান জেলার থানছিতে স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে বৃহস্পতিবার ‘টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা বিকল্প নাই’ শীর্ষক এক আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

কারিতাস বাংলাদেশ’র আলোঘর প্রকল্পের আওতায় তাদের পরিচালিত ৫৫টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‌্যালীটি থানছি বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকা ঘুরে রিসোর্স সেন্টারে এসে শেষ হয়।

র‌্যালি শেষে প্রকল্পের মাঠ কর্মকর্তা লাপ্রা ত্রিপুরা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি মংবোওয়াংচিং মারমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, রিসোর্স সেন্টারে ইন্ট্রাক্টার সুনিল কান্তি রায়, কারিতাসের বান্দরবান জেলায় হিসাব রক্ষণ কর্মকর্তা রোজিনা আক্তার প্রমূখ।

Exit mobile version