থানছিতে তিন মাস পর্যটক নিষিদ্ধ

BanDarban pic- 19.6.2013
জমির উদ্দিন:

বান্দরবানে থানছিতে পর্যটন কেন্দ্র গুলোতে আগামী তিন মাস ভ্রমণে বিধি নিষেধ জারী করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বর্ষায় পাহাড়ি এলাকা বিপদজনক হয়ে ওঠায় পর্যটকদের প্রাণের ঝুঁকি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
থানছির উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছালেহ আহম্মদ জানান, সম্প্রতি নাফাকুমে বেড়াতে গিয়ে ভ্রমণে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার এক জরুরি সভায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ১৯ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবানের থানছি উপজেলার তিন্দু, রেমাক্রী, ছোট মদক এবং বড় মদকে যেতে পারবেন না পর্যটকরা। বর্ষা মৌসুমে সাংগু নদীর তীব্র স্রোত আর পাহাড়ী ঢলের কারণে এসব এলাকায় ভ্রমণ বিপদজনক হয়ে পড়ে তাই “পর্যটকদের প্রাণের ঝুঁকি এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে” জানান নির্বাহী কর্মকর্তা।

সাম্প্রতি গত ১৫ জুন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মইনুল ইসলাম শিমুল থানছির দুর্গম পর্যটন এলাকা নাফাকুমে বেড়াতে গিয়ে ঝর্ণার ওপরে পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে যান। দুদিন পরে পাহাড়ি ঝিরি রড় পাথর এলাকা থেকে শিমুলের লাশ উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন