parbattanews

থানছিতে মহান স্বাধীনতা দিবস পালন

থানছি প্রতিনিধি:

থানচিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ)কর্মসূচি গুলোর মধ্যে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, কুজকাওয়াজ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগের থানছি সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের পর  কুজকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের অফিস সহকারী মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধানগণ।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিকাল ২টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্ব করেন।

এসময় সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জোবাইদার হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আসরাফুল ইসলাম প্রমুখ।

এদিকে সন্ধ্যা ৭টায় থানছি সদর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগের ছাত্র-ছাত্রী ও এলাকার প্রবীণ-নবীন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।

Exit mobile version