parbattanews

থানছির রেমাক্রিতে খাদ্যার অভাব!

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের থানচিতে তীব্র গরমের সাথে খাদ্যভাব দেখা দিয়েছে। পাহাড়ের ছড়া-ঝিড়ি শুকিয়ে যাওয়ায় খাওয়ার পানির তীব্র সংকটও দেখা দিয়েছে। উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়ানে খাদ্যভাব দেখা দেওয়ার সংবাদ পাওয়া গেছে। যোগাযোগের কারণে থানচি থেকে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছেনা। এলাকার অধিবাসী আলু সহ অন্যান্য খাদ্যদ্রব্যের উপর নির্ভরশীল হয়ে কোন প্রকারে দিন কাটাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।

তবে এলাকার জনগণ ক্ষোভ ও অভিযোগ এনেছেন প্রতিনিধিদের উপর। তারা বলেছেন, সরকারী খাদ্য জনপ্রতিনিধিরা কালো বাজারে বিক্রি করে দেয়ার এলাকায় খাদ্যাভাব দেখা দিয়েছে। অপরদিকে এলাকার জনপ্রতিনিধি জানান, যোগাযোগের অভাব এবং পরিবহণ ভাড়া বৃদ্ধির কারণে এলাকায় খাদ্যদ্রব্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

রেমাক্রি ইউনিয়ানের চেয়ারম্যানে মালিরাম ত্রিপুরা জানান, দুর্গম থানছি উপজেলার রেমাক্রি ইউনিয়ন যাওয়ার একমাত্র উপায় নদী পথ। থানচি সদর থেকে রেমাক্রি ইউনিয়নে নৌকা নিয়ে যেতে সময় লাগে ৭/৮ ঘন্টা, আর বস্তা প্রতি খরচ লাগে প্রায় ১০০০টাকা।

Exit mobile version