parbattanews

থেমে নেই ইয়াবা পাচার

নিউজ ডেস্ক:

কক্সবাজারে ইয়াবা বিক্রেতাদের আত্মসমর্পণের পরও থেমে নেই ইয়াবা পাচার। টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌণে একটার দিকে টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

টেকনাফ-২ এর বিজিবির পরিচালক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, রাতে টেকনাফের নাজিরপাড়ার লেজুরপাড়া লবণের মাঠ দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এমন গোপন খবর পেয়ে নাজিরপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় রাত পৌনে ১টার দিকে সন্দেহজনকভাবে একজন লোককে দৌড়াতে দেখেন বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা থামতে বললে লোকটি একটি পোটলা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পোটলাটি জব্দ করে তার ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা পায়।

তিনি আরও বলেন, জব্দ হওয়া ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে।

উল্লেখ্য, শনিবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে ১শ’ ২ চিহ্নিত ইয়াবা বিক্রেতা আত্মসমর্পণ করে। একইদিন সন্ধ্যায় কক্সবাজার শহরের লিংকরোড থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। একদিন পর আবারও বিজিবি অভিযানে উদ্ধার হলো ২০ হাজার পিস ইয়াবা।

Exit mobile version