parbattanews

দক্ষতা অর্জনকে কাজে লাগিয়ে নারীদেরকে ঘুরে দাঁড়াতে হবে

Pic Ukhiya 16-04-2017 (1) copy

উখিয়া প্রতিনিধি:

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী  অনুষ্ঠান ও সনদ বিতরণ রবিবার উখিয়ার পাইন্যাশিয়া বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) আঞ্চলিক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রীতির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষাণার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন। বিজিএস হেড অফিসের প্রোগ্রাম ম্যানেজার, পাইংশৈ উ মারমার সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাসান উল্লাহ। বিজিএস ট্রেনিং সেন্টারের ম্যানেজার মো. দিদার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজিএসের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহিম।

বক্তব্য রাখেন, এনজিও সংস্থা কোস্টের টিম লিডার মো. জাহাঙ্গীর আলম, ম্যানেজার দেলোয়ার হোসেন, এনজিও সংস্থা এসডিআইয়ের ব্রাঞ্চ ম্যানেজার মো. কাউসার, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ। প্রশিক্ষাণার্থীদের আরেফা বেগম ও মায়মুনা খাতুন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন বলেন, নারী সমাজ কে বাদ দিয়ে কোন অবস্থাতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই প্রশিক্ষণ প্রাপ্ত নারীদেরকে দক্ষতা অর্জন কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে নিজেদেরকে অবদান রাখার পাশা-পাশি ঘুরে দাঁড়াতে হবে।

পরে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ ও সেলাই প্রশিক্ষণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রীতির সার্বিক ব্যবস্থাপনায় গ্রামের বেকার যুবতীদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন  মহিলাদের ৩ মাসব্যাপী সেলাই, ফ্যাশন গার্মেন্টসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজিএসসের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুর রহিম জানান, ইতিপূর্বে ৩টি ব্যাচে পর্যায়ক্রমে ৭৫জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পাশা-পাশি নারীদেরকে পারিবারিক জীবন, সামাজিক মূল্যবোধ, নারীর ক্ষতায়ন ও প্রাথমিক চিকিৎসা এবং হাঁস মুরগী পালনের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়েছে।

Exit mobile version