parbattanews

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। শুক্রুবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

ইতিমধ্যে ভারত বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৬ জয় এবং ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তবে চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা নিজেদের সর্বশেষ ম্যাচে এই স্বাগতিক ভারতের কাছে হোঁচট খায়।

অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে নাটকীয় হারের পর সেমিফাইনালের খেলার আশা শেষ হয়ে যায় আফগানদের। যদিও কাগজে-কলমে এখনও লড়াইয়ে টিকে আছে তারা। তবে যদি ইতিহাস গড়ে আফগানদের সেমিতে যেতে হয়ে তাহলে তাদের একটি দুর্ঘটনা ঘটাতে হবে বিশাল ব্যবধানে জিততে হবে প্রোটিয়াদের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও আন্দিলে ফেলুকওয়েও।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ ও নাভিন উল হক।

Exit mobile version