parbattanews

দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

1327480845acc

জাতীয় ডেস্ক:

 ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
শনিবার বিকেল সোয়া ৪টার দিকে কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক কায়সার আহমেদ (৪০), অজ্ঞাতপরিচয় নারী (২২), তরুণী (১৫) ও শিশু (৪)। কায়সার আহমেদ মুন্সিগঞ্জ জেলার হাসান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো সাত জন। আহত ও নিহত বাকিদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজন নিহতের সংবাদ ছড়িয়ে পড়ে। তবে, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চার জনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। 

ওসি জামাল উদ্দিন জানান, বিকেলে কদমতলী এলাকায় মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতরা মাইক্রোবাসের যাত্রী। ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

Exit mobile version