parbattanews

দক্ষিণ রাখাইনে মিয়ানমার সেনা বহরে আরাকান আর্মির হামলা

আরাকান আর্মি (এএ) রবিবার (১২ মে) রাখাইন রাজ্যের অ্যান টাউনশিপে মিয়ানমার সামরিক বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের একটি সামরিক বহরে অতর্কিত হামলা চালিয়ে এক সৈন্যকে আহত করেছে।

কমান্ডার ইন চিফের মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন অ্যান টাউনশিপের প্রত্যন্ত এলাকায় মাইন হামলায় এক সৈন্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই এলাকা দিয়ে যাওয়া গাড়িবহরে মাইন বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সৈন্যরা হামলা চালালে এএ’র সদস্যরা পালিয়ে যায়।

এএ জানিয়েছে, তাদের যোদ্ধারা সাতটি সামরিক যানের ওপর হামলা চালিয়ে তিনটি ধ্বংস করেছে। এই বহরটি নতুন করে রাখাইন রাজ্যে মোতায়েন করা হয়েছিল বলে ধারণা করা হয়।

তান তিন গ্রামের প্রশাসক ইউ আঙ থান মিয়ন্ত বলেন, তিনি বিস্ফোরণ ও প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির শব্দ শুনেছেন।

এএ দাবি করেছে, অ্যান টাউনশিপে সংক্ষিপ্ত গোলাগুলির সময় তারা কয়েকজন সৈন্যকে হত্যা করেছে।

এএ দাবি করেছে, একই দিন তারা পনাজিয়ান টাউনশিপের লঙ বোট গ্রামেও সরকারি সৈন্যদের ওপর হামলা চালিয়েছে। এসময় তারা মিয়ানমার সেনাবাহিনীর চার সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করে।

তবে ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন রবিবার সেখানে কোনো হামলা হয়েছে বলে স্বীকার করেননি।

এএ জানিয়েছে, মিয়ানমার সামরিক বাহিনী অব্যাহতভাবে রাখাইনে সৈন্য পাঠিয়ে যাচ্ছে।

এএ জানিয়েছে, মে মাসের প্রথম ১২ দিনেই তাদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর ৩৩ বার সংঘর্ষ হয়েছে। সোমবার (১৩ মে) সকালে কিয়াকতাও টাউনশিপের তিন মা গ্রামে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এক গ্রামবাসী জানায়, সামরিক বাহিনী এসময় ৩০ রাউন্ড গোলাবর্ষণ করে।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ডট কম

Exit mobile version