parbattanews

দক্ষিণ সুদানে ভয়াবহ দাবানলে ৩৩ জনের মৃত্যু

দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলের বাহর আর ঘাজল অঞ্চলের চারটি গ্রাম দাবানলে পুড়ে গেছে। এতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৬ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে সোমবার রাতে দেওয়া বিবৃতিতে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, রবিবার এই দাবানল শুস্ক বাতাসে আরও  ছড়িয়ে পড়ে। দাবানলে আরও অন্তত ৬০ জন আহত হয়েছে, যাদের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুখপাত্র অ্যাটেনি ওয়েক অ্যাটেনি বলেছেন, ‘প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটেছে। তাই আহতদের দেওয়া চিকিৎসা সেবা পর্যাপ্ত নয়।’

এছাড়া মঙ্গলবার (৭ মে) লোল রাজ্যের তথ্যমন্ত্রী মাথক ওয়াল জানিয়েছেন, দাবানলে কোরোক ইস্ট জেলার ১৩৮টি বাড়ি পুড়ে গেছে এবং ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে।

 

Exit mobile version