দক্ষ জনবল তৈরীতে কাজ করছে বর্তমান সরকার: কুজেন্দ্র লাল ত্রিপুরা

fec-image

বর্তমান সরকার দক্ষ জনবল তৈরীতে কাজ করছে বলে জানিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

তিনি বলেন, বাংলাদেশ প্রচুর শ্রমশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। কি্ন্তু প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেটধারী জনশক্তি রপ্তানি করা গেলে এ আয়ের পরিমাণ বহুগুণে বেড়ে যাবে, এতে করে দেশ এবং এলাকা আরও বেশি লাভবান হবে।

শুক্রবার সকালে ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্প”র আওতায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে দীঘিনালা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসডিজি অর্জনের লক্ষে কাজ করে যাচ্ছে। তাই এসডিজি অর্জনে দক্ষ জনবল প্রয়োজন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি জেলার নির্বাহী পরিচালক মো. আসিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, সহকারী কমিশনার (ভূমি)গাজালা পারভীন রুহী, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন