দরিদ্র পাহাড়ি মানুষের মাঝে লক্ষীছড়ি জোনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি গুচ্ছগ্রাম, মগাইছড়ি এবং ময়ুরখীল দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এবং দরিদ্র পাহাড়িদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লক্ষীছড়ি জোন ।

শুক্রবার ও শনিবার(২১-২২) ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান।

লক্ষীছড়ির এ জনপদ অত্যন্ত দরিদ্র এবং আর্থ-সামাজিক দিক থেকেও পিছিয়ে আছে। বৈরী আবহাওয়ায় শীতের প্রকোপে এ জনপদের মানুষের কাছে এ শীতবস্ত্র বিতরণ যেন একটু আশার আলো দেখালো।

দুইদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার ৬৫০টি শীতবস্ত্র এবং ১১০টি কম্বল দুস্থ ও শীতার্থ মানুষের হাতে তুলে দেন। এ সময় জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন মো. আতিকুর রহমান, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোস্তফা তারেক আজিজ এবং জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল স্থানীয় মেম্বার, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উপস্হিত সকলের উদ্দেশ্যে জোন কমান্ডার বলেন, “সেনাবাহিনী সব সময়ই পাহাড়ি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার প্রমাণ অত্র এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসার জন্য বিভিন্ন ভাবে সেনাবাহিনী সহায়তা করছে। ভবিষ্যতেও এরুপ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এলাকাবাসী সেনাবাহিনীর এ কার্যক্রমকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন