parbattanews

দরিদ্র মেধাবীদের পাশে বান্দরবান ব্র্যাক

Bandarban pic-23.11

স্টাফ রিপোর্টার :

স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবান ব্র্যাক মেধা বিকাশের উদ্যোগে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রধান করেছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০১৫ এর আওতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচী (পেইস) উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লক্ষ ৪৭ হাজার টাকার চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো.মিজানুল হক চৌধুরী।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর, অতিরক্ত জেলা মেজিষ্ট্রেট হরুনুর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নরেশ চন্দ্র দাস, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. ওমর ফারুক, ব্র্যাক (মাধ্যমিক)এরিয়া ম্যানাজার পলাশ চক্রবর্তী, (প্রাথমিক) সুভাষ চাকমা, শাখা ব্যাবস্থাপক অপূর্ব দেব, কর্মসূচি সংগঠক যতিন্দ্র নাথ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ব্র্যাক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে বলেন, এ কার্যক্রমকে আরো বড় পরিধির আওতায় এনে জেলার অন্যান্য দরিদ্র ছাত্র-ছাত্রীদের এ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেলে শিক্ষার হার বৃদ্ধি পাবে। এর ফলে দেশে ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার কমে যাবে।

ব্র্যাক এরিয়া ম্যানাজার পলাশ চক্রবর্তী বলেন, মাধ্যমিক স্থরের জিপিএ গোল্ডেন-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাচাই করে হত দরিদ্র ৫ ছাত্রী ও ৩ ছাত্রসহ মোট ৮ শিক্ষার্থীকে এককালীন ছয় মাসের ১ লক্ষ ৪৭ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। প্রতিমাসে এক ছাত্রকে ২৫০০ এবং ছাত্রীকে ৩০০০ টাকা করে ১৯ মাস প্রদান করা হবে।

Exit mobile version