দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি:

রাঙামাটির দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকার কাঠ ব্যবসায়ী মিলনায়তনে এসব বই বিতরণ করা হয়।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদ রাঙ্গামাটি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল উদ্দিন।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সংগঠনটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মান্নাানের পরিচালনায় এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, মানিকছড়ি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো, ছগির আহম্মেদ, জেলা প্রচার সম্পাদক আব্দুলাহ আল মোমেন, সাংস্কৃতিক সম্পাদক মো, আল আমিন, সদস্য জাবেদসহ সংগঠনটির নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম  নিয়ে দীর্ঘদিন  ধরে উপজাতি সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র  করে আসছে। তারই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলে খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজী, মুক্তিপণ সহ বিভিন্ন অপকর্ম বেড়ে যাচ্ছে দিনদিন। বাংলাদেশ থেকে পার্বত্যাঞ্চলকে আলাদা  করে  জুম্মল্যান্ড প্রতিষ্ঠা  করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা।

নেতৃবৃন্দরা আরও  বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতি খুঁজে পাওয়া যাবে না যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধীতা করে।

বক্তারা ১৯৯৬ সালে লংগদু  উপজেলার পাকুয়াখালীতে ৩৫কাঠুরিয়া হত্যার বিচারসহ পার্বত্য চট্টগ্রামে সংঘঠিত  সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং তাদের স্বজনদের যোগ্যতা অনুসারে বিশেষ কোটা চাকুরি দাবি করেন।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে  ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র পরিষদের সাথে আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান নেতৃবৃন্দরা ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন