parbattanews

দশম গ্রেড দাবীতে লামায় প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি

“আমাদের অধিকার, আমাদের সচেতনতা” স্লোগানে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ লামা উপজেলা শাখা। রোববার (৬ মার্চ) দুপুরে লামা উপজেলা রিসোর্স সেন্টারের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের সদস্য, জাহেদুল ইসলাম খাঁন, আকরাম হোসেন জুয়েল, আলী হোসেন, ছবি রাণী কর্মকার, ক্যাচিনু মার্মা, আবু বক্কর, নাজমুল আলম শামীম, আজগর হোসেন, নাছির উদ্দিন, মিলন বড়ুয়া, শুভংকর বড়ুয়া, তৌহিদুল ইসলাম, মো. মিল্লাত, মো. ইয়াছিন, চমং মার্মা, মো. হাবিব, রাহুল ত্রিপুরা, শামসুন নাহার, আমির হোসেন ও উজ্জ্বল সহ প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক ক্যাচিনু মার্মা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, অথচ আমরা অবহেলিত। আমরা প্রধানমন্ত্রীর কাছে সদয় অনুগ্রহ কামনা করছি, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হোক।

সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম খাঁন বলেন, সহকারী শিক্ষকদের বেতন হয় ১৩তম গ্রেডে। মূল বেতন, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা সহ আমরা মোট বেতন পাই ১৭ হাজার ৬৫০ টাকা। যা দিয়ে বর্তমান উর্ধ্বমুখি দ্রব্যমূল্যের বাজারে কোনমতে চলা যায়না। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনোকষ্টে আমরা পাঠদানসহ জীবিকা নির্বাহ করি। আমাদের দাবি পূরণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

Exit mobile version