‘দশ ট্যাহা দিয়া চাইল পামু কোনোদিন চিন্তাও করি নাই’

10-kg-pic-copy

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ১৬৯১ জন হতদরিদ্র চাল পাচ্ছে প্রতিকেজি  ১০ টাকা দরে।

মঙ্গলবার সকাল ৯টায় পানছড়ি বাজারের মেসার্স মিতালী ষ্টোরের সত্বাধিকারী ডিলার মৃদৃল দেবের চাউল বিতরণ কর্মসূচীতে আসা হতদরিদ্র মোহাম্মদপুর গ্রামের জাহেদুল, দমদম গ্রামের বয়োবৃদ্ধ আবু মিয়া বলেন, ‘দশ ট্যাহা দিয়া চাইল পামু কোনদিন চিন্তাও করি নাই’।

এদিকে সকাল সাড়ে আটটায় হত দরিদ্র জনগনের জন্য স্বল্পমূল্যে খাদ্য-শস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, কাঠ ব্যবসায়ী মো: হোসেন (বড়) ও ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন। এ সময় অতিথিরা বলেন, বর্তমান সরকার হত দরিদ্রের জন্য বিভিন্ন ভাতাও চালু করেছে। এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা হবে।

পানছড়ি উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব তালুকদার জানান, উপজেলার ৫টি ইউপি’র ১৬৯১ জন হতদরিদ্র এ কর্মসূচীতে ১০ টাকা দরে চাউল পাবে এবং তাদের কার্ড বিতরণ করা হয়েছে। যার মাঝে ১নং লোগাং ইউপিতে ৩১৬, ২নং চেংগীতে ২১৯, ৩নং পানছড়িতে ৬১৭, ৪নং লতিবানে ২২৭ ও ৫নং উল্টাছড়িতে ৩১২ জন। সবগুলো কাউন্টারে সঠিক ভাবে চাউল বিতরণ হচ্ছে বলেও তিনি জানান।

ডিলার মৃদৃল দেব জানান, হতদরিদ্রদের মাঝে সঠিকভাবে চাউল বিতরণ করাই আমাদের মূল উদ্দেশ্য।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন