parbattanews

মহেশখালীতে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৬

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়ার ঝাপুয়ায় চাঁদার দাবিতে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ ৬জন আহত হয়েছে। এতে ৪জনের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা জানান, শনিবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আমার চাচা শশুর এহতেশামুল হকের পরিবারের উপর হামলা করে। এঘটনায় ৬জন গুলিবিদ্ধ হয়।

আহতরা হলেন, এহতেসামুল হক (৪৫), সবুজ (২৭), মফিজ (৩৪), রহিমা আক্তার (২০), দিলোয়ারা বেগম ও শিশু তোফা মনি (৫)।

স্থানীয় সাহাব উদ্দিন জানান, দক্ষিণ সরদারঘোনা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী বহু মামলার পলাতক আসামি মোজাম্মেল, মাহাবু, শুক্কুর, সিরাজ, শহিদুল্লাহ, জহিরসহ ১০/ ১২জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলায় অংশ নেয়।

আহত এহতেশামুল হক জানান, মীর কাসেম চৌধুরীর লালিত সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অস্ত্রসহকারে আমাদের উপর হামলা করে।

কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান ওসমান বীন তারেক শরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মীর কাসেম গ্রুপের একাধিক পলাতক সন্ত্রাসীদের হামলায় ঘটনাটি ঘটেছে।

এদিকে গুলিবিদ্ধ, সবুজ, মুফিজ ও এহতেশামুল হকের অবস্থা আশঙ্কাজনক।

মহেশখালী থানার এসআই শাওন পিপি এম বার জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Exit mobile version