parbattanews

দারুণ শুরু বাংলাদেশের, হাফ সেঞ্চুরির পর আউট তানজিদ

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের পরিবর্তে ভারতের বিপক্ষে আজ অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করতে নেমে সাবধানী শুরু বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের। হাফ সেঞ্চুরির পর আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। ছয় ম্যাচ পর কোনো উইকেট না হারিয়ে প্রথম পাওয়ার প্লের ১০ ওভার পার করল বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় ১৮ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান বাংলাদেশের।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের স্লো আউটফিল্ডে ভারতের বিপক্ষে নিজেদের ইনিংসও ধীরে শুরু করেন লিটন-তানজিদ। এবারের বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচে উদ্বোধনি জুটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৯, ইংল্যান্ডের বিপক্ষে ১৪, নিউজিল্যান্ডের বিপক্ষে ০ রান এসেছিল তাদের জুটি থেকে। আজ উদ্বোধনি জুটিতে রান জমাতে শুরুতে রক্ষণাত্মক খেলেন তারা।

ইনিংসের নমব ওভারে নিজের প্রথম ওভার করতে এসে চোট নিয়ে উঠে গেছেন ভারতের অলরাউন্দার হার্দিক পান্ডিয়া। সেই ওভারের বাকি ৩ বল শেষ করেন বিরাট কোহলি।

Exit mobile version