parbattanews

দিঘীনালায় যুবলীগ নেতা হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করায় চার পুলিশ কর্মকর্তা পুরষ্কৃত

নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা:
দীঘিনালায় যুবলীগ নেতা মোশারফ হত্যাকাণ্ডের ঘটনা দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটন করায় চার পুলিশ কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো.আলী আহমদ খান এ পুরষ্কার প্রদান করেন।

পুরষ্কৃত চার পুলিশ কর্মকর্তা হলেন, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন ১০(দশ) হাজার টাকা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া ১০(দশ) হাজার টাকা, ডিবি পুলিশ পরিদর্শক আবদুর রকিব ৫(পাঁচ) হাজার টাকা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোবারক হোসেন ৫(পাঁচ) হাজার টাকা। গত বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের পর পুরস্কার তুলে দেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আলী আহম্দ খান।

জানা যায়, গত ১৩ এপ্রিল রাত দশটায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক এবং মেরুং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে ব্যবসায়ীক দ্বন্দ্বের জেরে গলাকেটে কুপিয়ে হত্যা করে উপজেলার রশিকনগর এলাকার সিরাজ মিঞার ছেলে হাতেম আলী (৩২), ফালু মিঞার ছেলে নবী হোসেন এবং হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(৩০) এবং গোরস্থান পাড়ার আলাল খার ছেলে ফজর আলী (৩০)।
কুপিয়ে গলাকেটে হত্যার পর মোশারফ হোসেনের হত্যার পর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে নিহতের লাশ গুম করতে পাশ্ববর্তী গভীর রিং টিউবওয়েলে ফেলে দেয়া হয়।
এদিকে হত্যার আসামী গত বুধবার ভোররাতে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারী থেকে ফজর আলী(৩০)কে আটক করে দীঘিনালা থানার পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রশিক নগর এলাকার সিরাজ মিঞার ছেলে হাতেম আলী (৩২), ফালু মিঞার ছেলে নবী হোসেন এবং হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(৩০)কে আটক করে দীঘিনালা থানার পুলিশ।

এদিকে হত্যাকান্ড ঘটার দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মূল পরিকল্পণাকারীসহ সকল আসামীদের গ্রেফতার করতে পাড়ায় চার পুলিশ কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়েছে।

Exit mobile version